স্বাতী নাথ

লজ্জিত  

স্বাতী নাথ



কত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা

ব্যার্থ হয়েছে সেই  বলিদান আজ আপমানিত মানবতা

এখন রাজনৈতীক নেতা আর দালাল রা করে রাজত্ব

অপমানিত লান্ছিত আজ নারীদের সতীত্ব

দোষী রা এখন  আর পায় না সাজা

রাজার ছাতায় বসে দেখে তারা মজা

গলা দাবিয়ে বন্ধ করে বিদ্রোহী দের আওয়াজ

অসৎ নেতারা বুক ফুলিয়ে করে অন্ধকারের কাজ

এই স্বাধীনতাই কি চেয়েছিল সুভাষ,  বিনয় বাদল দীনেশ

মানুষ এখন হিংস্র পশু তারা স্বাধীনতা পেয়েছে বেশ

নির্ভয়ে তারা সভ্য সমাজে করে বিচরণ 

মনের আনন্দে করে লুটপাট ধর্ষণ খুন

যেখানে নেই  স্বাধীনতা, করার বিরোধিতা অপরাধের 

সেই সমাজে র সাধারণ মানুষ  আজ কি করে বাঁচতে পারে

তাই তোলো আওয়াজ স্বৈরাচারী তার বিরুদ্ধে

একত্রিত হও মিছিল করো থেকো না আর কোনো আবদ্ধে




পাঠকের মতামতঃ